আইন অমান্য করে কমিশন দেয়ায় সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বঙ্গবন্ধু এভিনিউ শাখা অফিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ওই শাখার ব্যবস্থাপককে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শাখা কার্যালয় বন্ধ করে দেয়া ছাড়াও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে ৫ লাখ টাকা, ব্যবস্থাপনা পরিচালক মো. সুজাউদ্দিন আহমেদকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা, বঙ্গবন্ধু এভিনিউ শাখা কার্যালয়ের ব্যবস্থাপক এ. কে. শরীফুল আলমকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত কমিশন অর্থাৎ ২ লাখ ৬৪ হাজার ৮৭২ টাকা আদায় করে তা কোম্পানির ব্যাংক একাউন্টে জমা করার নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র জানায়, আইডিআরএ’র একটি পরিদর্শদন দল সম্প্রতি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির বঙ্গবন্ধু এভিনিউ শাখা পরিদর্শক করে। এ সময় নির্ধারিত হারের (১৫ শতাংশ) চেয়ে বেশি হারে কমিশন দেয়ার প্রমাণ পাওয়া যায়। অতিরিক্ত কমিশন হিসেবে শাখা অফিসটি ২ লাখ ৬৪ হাজার ৮৭২ টাকা পরিশোধ করে। সূত্র জানায়, আইন অমান্যের শাস্তি হিসেবে এই কোনো বীমা কোম্পানির শাখা অফিস সাময়িকভাবে বন্ধ করে দেয়া হল।
No comments:
Post a Comment